পাঠক সুরক্ষা

বাংলা বইপাঠক তথা ক্রেতাদের জন্য কিছু বাড়তি অধিকার এবং সুবিধার বন্দোবস্ত করেছে বইবন্ধু পাবলিশার্স।

এবার থেকে বইবন্ধু পাবলিশার্স প্রকাশিত যে কোনও বই আপনি পড়ে সন্তুষ্ট না হলে ফেরত দিয়ে ফেরত! পেয়ে যাবেন সম্পুর্ণ টাকা ফেরত। অবশ্যই শর্তসাপেক্ষে ।

  • বই আপনি যেখানেই বা যে মাধ্যমেই কিনে থাকুন না কেন, ফেরত দিতে হবে কলেজ স্ট্রীটের বইবন্ধু পাবলিশার্সের দপ্তরে । নিজে এসে ফেরত দিতে পারেন বা ডাকযোগে।

  • বই ফেরতের সময় অক্ষত ও অবিকৃত থাকতে হবে।

  • ন্যূনতম ২০০ শব্দে লিখে জানাতে হবে বইটি কেন আপনার পছন্দ হয়নি (আপনার লেখা অবিকল রেখে প্রকাশনী পাবলিক মাধ্যমে প্রকাশ করার অধিকার রাখবে)

  • বইবন্ধুর থেকে সরাসরি বই কিনে থাকলে এবং সেই বিল দেখাতে পারলে সম্পূর্ণ বই কিনতে প্রদত্ত মূল্য ফেরত পাবেন, অন্যথায় ৬০% মূল্য ফেরত পাবেন । এই সুবিধাটি আপনি বইবন্ধু পাবলিশার্সের যে কোনও বই ফেরত এর ক্ষেত্রে পাবেন সর্বোচ্চ ৩ বার ।

এবার থেকে বইবন্ধুতে রেজিস্টার্ড পাঠকেরা পাবেন একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত বই আগে কেনা ও দাম ৩ মাসে সমান ভাগে দেওয়ার অধিকার। কোনও অতিরিক্ত সুদ নেই।

  • আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী প্রতি মাসে কিছু নির্দিষ্ট সংখ্যক পাঠককে রেজিস্ট্রেশন দেওয়া হবে। প্রতি মাসেই এটি করা হবে, তাই চিন্তা নেই, প্রথমেই যুক্ত না হতে পারলেও পরে সুযোগ পাবেনই।

  • পাঠক বইবন্ধু প্রকাশনীর বইয়ের সঙ্গে অন্য প্রকাশনীর বই কিনলেও এই সুবিধা পাবেন।

  • আবেদন করতে হবে boibondhu.application@gmail.com -এ মেল করে ৷ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট চাওয়া হবে ।

আবহমানকাল ধরে পাঠকেরা বড় ছোট প্রকাশনী বা লেখকের লেখা বিশেষ অধ্যবসায় সহকারে পড়ে অনেক বানান, অনেক তথ্যাদি, বহু ভুল ধরিয়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন। অনেকে অনেক রকম দৃষ্টিভঙ্গী সহকারে চমৎকার সব পাঠ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং জানাবেন । এবার বুইবন্ধু প্রকাশনী এমন সব পাঠককে নিজের মত করে পাঠক স্বীকৃতি দেবে। বইয়ের শেষে পাঠক স্বীকৃতি অংশে প্রকাশনী বিবেচিত পাঠকদের নাম প্রকাশ করা হবে। প্রকাশকের কাছে লেখক ও পাঠক উভয়েই গুরুত্বপূর্ণ। তাঁদের সঙ্গে একাত্ম হওয়ার এ এক ছোট প্রচেষ্টা মাত্র ।

Shopping Basket
Scroll to Top